ভারত:- এশিয়াড থেকে ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করে দিল বিশ্ব কুস্তি সংস্থাকে। নির্বাচনী জটিলতায় এবার এশিয়াডে চরম বিপাকে পড়লেন ভারতীয় কুস্তিগীররা। সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে ভারতীয় কুস্তি সংস্থা। ফলে নির্বাসনের মুখে পড়তে হল ভারতকে। সঠিক সময়ের মধ্যে নির্বাচন না করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গত এপ্রিল মাস থেকে ভারতীয় কুস্তি সংস্থায় অচলাবস্তা তৈরি হয়। সংস্থার সভাপতির ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ আন্দোলন শুরু করেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। এরফলে ভারতীয় কুস্তি সংস্থা এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের গঠিত অ্যাড-হক কমিটি। তারা নির্বাচনের আয়োজন করছে। একাধিক বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও কোনও না কোনও আদালতের নির্দেশে বার বার নির্বাচন পিছিয়ে গিয়েছে। সূত্রের খবর, সম্প্রতি ১২ই আগস্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেটিও পিছিয়ে যায় পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে। কিন্তু সঠিক সময়ে নির্বাচন না হাওয়ায় কড়া শাস্তির মুখে পড়ল ভারতীয় কুস্তি সংস্থা। নির্বাসন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় কুস্তিগীররা। সামনেই এশিয়াড, তার আগে আগে অলিম্পিকের যোগ্যাতা অর্জন পর্ব। কিন্ত ফেডারেশনই শাস্তির মুখে পড়ায় এখন প্রবল অনিশ্চয়তার মুখে কুস্তিগীরদের ভবিষ্যত। আন্তর্জাতিক কুস্তি সংস্থা দেখেছে ভারত তাদের কোনও নিয়ম পালন করছে না। তারা বহুবার শোকজও করেছে এই ইস্যুতে। কিন্তু জাতীয় সংস্থার কর্তারা কোনও উচ্চবাচ্য করেননি। তারই খেসারত দিতে হবে দেশের তারকা কুস্তিগিরদের। দীর্ঘদিন ধরেই ভারতের কুস্তি ফেডারেশনে নির্বাচিত কোনও কমিটি নেই। আপাতত কুস্তির দায়িত্বে ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটি। ১২ই আগস্ট ছিল বহু প্রতিক্ষিত ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু আদালতের নির্দেশে নির্বাচন করা সম্ভব হয়নি। ১১ অগাস্ট পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছ। ফলে ফের পিছিয়ে যায় ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন।