বেজিং, ২৩ নভেম্বর – অজানা রোগের আতঙ্ক ছড়াল চিনে। হাসপাতালে অসুস্থ শিশুদের উপচে পড়া ভিড়। বেজিং এবং লিয়াওনিংয়ের শয়ে শয়ে শিশু আক্রান্ত হচ্ছে অজানা এবং রহস্যজনক নিউমোনিয়ায়। যার জেরে কার্যত জরুরি অবস্থা হাসপাতালগুলিতে। করোনার সময় যেমন সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল, চিনের কিছু কিছু এলাকার হাসপাতালে এই অজানা রোগের জেরে সেই একই ছবি ধরা পড়ছে। এই রোগে মূলত শিশুরা আক্রান্ত হলেও ছাড় পাচ্ছেন না বড়রা। ইতিমধ্যেই বেজিং এবং লিয়াওনিংয়ের বেশ কিছু স্কুল বন্ধ করে দিতে হয়েছে পড়ুয়া এবং শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ার কারণে। যদিও এই রোগের পিছনে কোন ভাইরাস দায়ী, তার চরিত্র কেমন তা খতিয়ে দেখা হচ্ছে।