• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ধোঁয়া দেখেই গাড়ি থেকে ঝাঁপ, মৃত্যু মহিলার

লখনউ, ৪ মার্চ — জিপের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। যে কোনও মুহূর্তে আগুন লেগে যেতে পারে, এই আতঙ্ক থেকেই গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলেন দুই মহিলা । ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতরভাবে আহত হয়েছেন আরও একজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়াতে। মৃত মহিলার নাম শুভাবতী দেবী (৫০)। আহত মহিলার নাম মুন্নি দেবী (৪৫)। সূত্রের খবর, শুক্রবার

লখনউ, ৪ মার্চ — জিপের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। যে কোনও মুহূর্তে আগুন লেগে যেতে পারে, এই আতঙ্ক থেকেই গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলেন দুই মহিলা । ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতরভাবে আহত হয়েছেন আরও একজন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়াতে। মৃত মহিলার নাম শুভাবতী দেবী (৫০)। আহত মহিলার নাম মুন্নি দেবী (৪৫)। সূত্রের খবর, শুক্রবার শুভাবতী দেবী এবং মুন্নি দেবী সহ আরও কয়েকজন যাত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল জিপগাড়িটি। রাসরা থানার কাছে গারহিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় আসতেই হঠাৎ করে জিপের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তা দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন মুন্নি দেবী এবং শুভাবতী দেবী। গাড়িতে আগুন লেগে যাবে, এই ভয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন দু’জন।

ঘটনায় দুজনেই গুরুতরভাবে আহত হন। তাঁদের উদ্ধার করে রাসরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় শুভাবতী দেবীর।