মোবাইল চুরির অপরাধে গণপিটুনি ও চলন্ত ট্রেন থেকে ধাক্কা,মৃত চোর
SNS
লখনৌ,১৯ ডিসেম্বর — মোবাইল চুরি করতে গিয়ে ট্রেনে ধরা পড়লো চোর।পাকড়াও করার পরেই গণপিটুনি দেওয়া শুরু হয় তাকে। চলন্ত ট্রেনে এক মহিলা যাত্রীর মোবাইল চুরি করেছিল সে ।সঠিক সময়ে চোর ধরা পরে যায় এবং চোরকে ধরে গণপিটুনি দেওয়া শুরু হয় ।ধরা পড়ার পর গণপিটুনি খেয়ে সে নানা রকম কাকুতি মিনতি করতে থাকে। কিন্তু সেইসব কান না দিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা ফেলে দেওয়া হয়। একটি পোলের সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তেই মৃত্যু হয় যুবকের। শুক্রবারের সেই মর্মান্তিক ঘটনায় এবার ট্রেনের এক যাত্রীকে গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছিল অযোধ্যা ক্যান্টনমেন্ট ওল্ড দিল্লি এক্সপ্রেসে। ট্রেনটি উত্তরপ্রদেশের শাহজাহানপুর স্টেশনের কাছে আসা মাত্র এক মহিলা যাত্রী জানান, তাঁর মোবাইলটি খোয়া গিয়েছে। ঘটনার পিছনে লখনউ থেকে ট্রেনে ওঠা এক যুবকের হাত রয়েছে বলে সন্দেহ করে তল্লাশি চালানোর পর সত্যিই তার কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া ফোন। তারপরেই শুরু হয় মার।
শুধু গণধোলাই দিয়েই শান্তি হয়নি। তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ঘটনার জেরে রেললাইনের পাশে থাকা একটি পোলে ধাক্কা লেগে মৃত্যু হয় ওই যুবকের।