তালিবান বিদেশী বাহিনী প্রত্যাহারের বার্ষিকী উদযাপন করেছে

কাবুল, ৩১ আগস্ট– আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের এক বছর পূর্তি উদযাপন করল আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবান। বুধবার আত্মঘাতী বোমা হামলাকারী স্কোয়াড, ঘরে তৈরি বোমা এবং মোটরসাইকেল বাহিনী তাদের শক্তি প্রদর্শনে নামে। 

ডিপিএ নিউজ এজেন্সির রিপোর্ট  অনুসারে  দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের সময় তাদের ফেলে যাওয়া ৭ বিলিয়ন ডলার মূল্যের আমেরিকান সামরিক সরঞ্জাম প্রদর্শন করে তালিবান। এদিন সামরিক কুচকাওয়াজে অংশ নেয় তালিবান। 

কাবুলের উত্তরে বাগরাম বিমান ঘাঁটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য আফগানিস্তানে দুই দশক ধরে বাগরাম এয়ারফিল্ড ছিল আমেরিকানদের সবচেয়ে বড় সামরিক সদর দফতর।
এই অনুষ্ঠানটি আফগানিস্তানের স্থানীয় টেলিভিশএ সরাসরি সম্প্রচার করা হয়। দিনটিকে একটি জাতীয় ছুটির দিন হিসেবেও ঘোষণা করে শাসকদল।  করা হয়েছিল এবং
তালিবান বাহিনী কাবুলে প্রথম বার্ষিকীর রাতটিকে আতশবাজি এবং বাতাসে উদযাপনের শট দিয়ে চিহ্নিত করেছিল।


অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, তালিবান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখন্দ বলেন, তারা এই দিনের জন্য ২০ বছর ধরে লড়াই করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে এবং বিশ্বকে তাদের সাথে জড়িত থাকার আহ্বান জানিয়েছেন।