সুপ্রিম কোর্ট রায় দিয়েছে , সিনেমা হল মালিকদের নিজস্ব সম্পত্তি। তারা তাদেরই ফুড কর্নার থেকে খাবার কেনার শর্ত রাখতেই পারেন। জনস্বার্থ বজায় রেখে এমন নিয়ম হল মালিকরা করতে পারেন। তবে অবশ্যই তা নিরাপত্তা এবং কল্যাণ বজায় রেখে করতে হবে। তবে দর্শক সেই খাবার কিনবেন কিনা সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে জম্মু ও কাশ্মীর হাইকোর্ট সিনেমা হলের ভিতরে খাবার নিয়ে প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। হাইকোর্ট জানায়, এর ফলে সিনেমা হলে যা বিক্রি হয় তা খেতেই বাধ্য হন দর্শকেরা। এই নিষেধাজ্ঞা নিয়েই পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়. সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় , সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের নিজের নিজের শর্ত বহাল রাখার অধিকার রয়েছে। প্রেক্ষাগৃহে খাবার বা পানীয় নিয়ে ঢোকা যাবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সিনেমা হল কর্তৃপক্ষের।