দিল্লি , ৩ ফেব্রুয়ারী — বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া:দ্য মোদী কোয়েশ্চন’- নিয়ে শুক্রবার কেন্দ্রকে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কিছু দিন আগে বিবিসি-র তথ্যচিত্রের লিঙ্ক সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার জন্য নির্দেশ জারি করে কেন্দ্র । পাশাপাশি, আইটি রুলস ২০২১-এর জরুরি ক্ষমতা লাগু করে ৫০টির মতো টুইট তুলে নেওয়ারজন্য কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়। টুইটগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুজরাটে হিংসা এবং রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তৈরি বিবিসির এই তথ্যচিত্র ঘিরে বিতর্কের ঝড় ওঠে.। এই পরিস্থিতিতে বিবিসিকে ‘নিষিদ্ধ’ করার দাবি জানায় ‘হিন্দু সেনা’। বিবিসি-র তৈরি তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। বিবিসি এবং ওই সংস্থার কর্মীদের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। বিপরীতে কেন্দ্রের বিজেপি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন আইনজীবী এমএল শর্মা। তিনি বলেন, তথ্যচিত্রের ওপর নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত অসাংবিধানিক। মত প্রকাশের স্বাধীনতা আছে। এই মামলার শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চে।