ভদোদরা, ২ নভেম্বর– গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় এবার পৌঁছল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেতু ভেঙে ১৪১ জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে । জনস্বার্থের মামলায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত করা হোক।
প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের এজলাসে এক আইনজীবী মামলাটি দায়ের করেন। প্রধান বিচারপতি মামলাকারীর উদ্দেশে বলেন, আপনি খুব দ্রুতই আদালতে চলে এসেছেন। আপনার আর্জি কী?
মামলাকারী আইনজীবী বিশাল তিওয়ারি বলেন, গত রবিবার গুজরাতের সেতু দুর্ঘটনাটির দীর্ঘ মেয়াদে তদন্ত হওয়া দরকার। দেশের অনেক জায়গাতেই এমন দুর্ঘটনা ঘটছে। তাঁর বক্তব্য, বিগত কয়েক বছরে এই ধরনের ঘটনা উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে।
প্রধান বিচারপতি ১৪ নভেম্বর মামলার শুনানির নির্দেশ দেন। উল্লেখ্য, বর্তমান প্রধান বিচারপতি ললিত আগামী ৭ নভেম্বর অবসর নেবেন।