• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মোদির নিরাপত্তা বিঘ্নিতের পেছনে পুলিশকেই দায়ী করল সুপ্রিম কমিটির তদন্ত রিপোর্ট

দিল্লি, ২৫ আগস্ট– তদন্ত কমিটি বলছে পুলিশের গলদেই পাঞ্জাবে বিঘ্নিত হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা।চলতি বছরের জানুয়ারি মাসে পাঞ্জাব সফরে কৃষক বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ২০ মিনিট মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় মোদিকে, দাঁড়িয়ে থাকে বিরাট কনভয়। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। সেই ঘটনার তদন্তে বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গড়েছিল

দিল্লি, ২৫ আগস্ট– তদন্ত কমিটি বলছে পুলিশের গলদেই পাঞ্জাবে বিঘ্নিত হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা।চলতি বছরের জানুয়ারি মাসে পাঞ্জাব সফরে কৃষক বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ২০ মিনিট মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় মোদিকে, দাঁড়িয়ে থাকে বিরাট কনভয়। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। সেই ঘটনার তদন্তে বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গড়েছিল সুপ্রিম কোর্ট । এদিনের শুনানিতে কমিটির পেশ করা রিপোর্ট পড়ে শোনানো হয় আদলতের তরফে। সেখানে বলা হয়েছে, সেদিন ফিরোজপুরের এসএসপি আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করেননি।