এক অক্লান্ত যোদ্ধার কাহিনী
লন্ডন,২৮ ফেব্রুয়ারি — অটিজম এর পাহাড় পেরিয়ে কেমব্রিজের অধ্যাপক জেসন আরডে । লন্ডনের বাসিন্দা জেসন আরডে লিখতে পড়তে শিখেছেন সাবালক হওয়ার পর। কথা বলা শিখতে পেরিয়ে গেছে ১১ টা বছর। কারণ জেসন ছিলেন অটিজম-এ আক্রান্ত। শৈশব থেকেই তাঁকে নানারকম শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়তে হয়েছে। সব লড়াই অতিক্রম করার পর ৩৭ বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক