• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

রবিবারের পুজোর বাজারে বাঁধ সাধলো আকাশ

কলকাতা,৪সেপ্টেম্বর — পুজো উপলক্ষে জোর কদমে শুরু হয়ে গেছে কেনাকাটা। চারিদিকে খুশির আমেজ। তার উপর আজ রবিবার। এই দিন অফিস ,স্কুল ,কলেজ ছুটি থাকায় সবাই কেনাকাটা করতে রবিবার এ বেশিরভাগ বের হন।  কিন্তু রবিবারে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই আকাশে দেখা যায়  কালো মেঘ, এবং নেমে আসে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃষ্টির

কলকাতা,৪সেপ্টেম্বর — পুজো উপলক্ষে জোর কদমে শুরু হয়ে গেছে কেনাকাটা। চারিদিকে খুশির আমেজ। তার উপর আজ রবিবার। এই দিন অফিস ,স্কুল ,কলেজ ছুটি থাকায় সবাই কেনাকাটা করতে রবিবার এ বেশিরভাগ বের হন।  কিন্তু রবিবারে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই আকাশে দেখা যায়  কালো মেঘ, এবং নেমে আসে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃষ্টির কারণে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে, তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে।