মিষ্টির দাম চাওয়ায় দোকানদারকে ফুটন্ত তেলে ঝলসে যেতে হলো
SNS
বাঁকুড়া , ৮ ফেব্রুয়ারী — টাকা চাওয়াতেই শুরু হয় বিপত্তি। দোকানদারকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দিয়ে চম্পট দিল ক্রেতা । এই ঘটনায় বুধবার তুমুল চাঞ্চল্য সৃষ্টি হল বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ে। ঘটনাটি ঘটে বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ের বাজারে মিষ্টির দোকানে।অভিযোগ কৃষ্ণপদ দে মোদকের মিষ্টির দোকানে দিনের পর দিন ধারে খাবার খায় স্থানীয় টোটোচালক বর্ষাত। বুধবারও কৃষ্ণপদবাবুর দোকানে এসে মিষ্টি খায় সে। কিন্তু কৃষ্ণপদবাবু টাকা চাইতেই ঝগড়া শুরু করে। গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করতেই কৃষ্ণপদবাবুকে ধাক্কা দিয়ে দোকানের উনুনে চাপানো কড়াইয়ে ফুটন্ত তেলে ফেলে দিয়ে ওই যুবক চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হন কৃষ্ণপদবাবু। ওনার হাত ও দু’পায়ের হাঁটু ঝলসে যায়। তাঁর আর্তনাদ শুনে ছুটে এসে পাশের ব্যবসায়ী ও দোকানের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। এখন সেখানেই চিকিৎসা চলছে তাঁর। কৃষ্ণচন্দ্রবাবুর ছেলে প্রসেনজিতের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী হিসিবে পরিচিত বর্ষাত খান নামে ওই টোটো চালক। সম্প্রতি তাদের খাবারের দোকানে ৭০ টাকা ধার করে। এদিন সে ফের দোকানে এলে ধারে খাবার চাইলে তাঁর বাবা দিতে অস্বীকার করেন। তখন অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে সে। প্রতিবাদ করায় তাঁর বাবাকে দোকানের উনুনে চাপানো তেলের কড়াইয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনার নিন্দা করেছে চক বাজার লক্ষীমাতা ষোলো আনা কমিটি। ঐ কমিটির সদস্য ষষ্ঠী দে বলেন, ‘‘বিষ্ণুপুর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা।’’ শেষ পাওয়া খবর পর্যন্ত অভিযুক্ত টোটো চালক বর্ষাত খান পলাতক, পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।