লেনদেন ও পলিসি সংক্রান্ত নিয়ম না মানায় আইসিআইসিআই-সহ দুটি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (File Photo: IANS)

দিল্লি, ১৭ অক্টোবর – লেনদেন এবং পলিসি সংক্রান্ত একাধিক নিয়ম না মানার কারণে আইসিআইসিআই-সহ দুটি ব্যাঙ্ককে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আইসিআইসিআই ছাড়া জরিমানা করা হয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককে। এদিন রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইসিআইসিআই  ব্যাঙ্কের জরিমানার পরিমাণ ১২ কোটি ১৯ লক্ষ টাকা। মূলত প্রতারকদের শনাক্ত করতে না পারা, এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে পালন না করায় এই জরিমানা করা হয়েছে। আরেক বেসরকারি সংস্থা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানার অঙ্ক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা। কোটাক মাহিন্দ্রার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ঋণ সংক্রান্ত নিয়ম না মানা, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের জন্য জরিমানা দিতে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে।

 ব্যাঙ্কগুলির কাজকর্ম খতিয়ে দেখে রিজার্ভ ব্যাঙ্ক। কোনও ব্যাঙ্কের তহবিল এবং নিয়মাবলিতে গোলযোগ পেলে সেই সব ব্যাঙ্ককে জরিমানা করা হয়। এর আগে জুন মাসেই অ্যাক্সিস ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ককে মোটা অঙ্কের জরিমানা করা হয়। তারপরই এবার আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের স্ক্যানারে।
যদিও এই জরিমানার কোনও প্রভাব গ্রাহকদের লেনদেনে পড়বে না। রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে, এই জরিমানার সবটাই হয়েছে বেনিয়মের জন্য। এর সরাসরি কোনও প্রভাব গ্রাহকদের উপর পড়বে না।