কলকাতা,২১ এপ্রিল — রাজ্যে বেশিরভাগ সময় হাসপাতালগুলিতে সঠিক সময়ে ডাক্তার মেলে না। এর ফলে রোগীদের সমস্যার মুখে পড়তে হয়।রাতবিরেতে হাসপাতালে ভর্তি হতে হলে ডাক্তার পাওয়া যায় না। সে নিয়ে ঝুড়ি ঝুড়ি অভিযোগও জমা পড়েছে নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী কলকাতার সরকারি হাসপাতালগুলির ডাক্তারদের নিয়মিত গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশও দেন তিনি। অনেক সময় সঠিক সময় ডাক্তার না পেয়ে প্রাণ হারাতে হয় অনেক মানুষকে। তাই পরিষেবা আরো উন্নত করতে ও চিকিৎসকদের ঘাটতি মেটাতে বড়সড় উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। ন্যাশনাল হেলথ মিশনের (NHM) আওতায় এবার চিকিৎসকদের নিয়োগ ও অবসরের বয়স বাড়ানো হল।
রাজ্যে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে এবং চিকিৎসকদের ঘাটতি মেটাই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। মনে করা হচ্ছে, চিকিৎসকদের নিয়োগ ও অবসরের মেয়াদ বাড়লে সংকট অনেক কমবে।রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক চিকিৎসকদের নিয়োগের বয়সসীমা ৬২ থেকে বেড়ে হল ৬৭ বছর। আর মেডিক্যাল অফিসারদের আগে অবসরের বয়স ছিল ৬৫, এখন তা বেড়ে হল ৭০ বছর।