শুরু হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল।

Match no 24 played between Emami East Bengal FC and Roundglass Punjab FC for Group A played at the Kishore Bharati Krirangan, Kolkata for the 132 edition of The Durand Cup2023 on 16/08/23. Pic/ Kunal / www.imagesolutionr.in

কলকাতা:- ডুরান্ড কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলই। সূত্রের খবর, জানা গিয়েছে, কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে এবং খেলাটি কবে অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। গুয়াহাটিতে প্রথম ম্যাচ খেলবেন আর্মি রেড ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ২৫ আগস্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলম কেরালা এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ২৬ আগস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনাল হবে গুয়াহাটিতে। সেই ম্যাচে চেন্নাইয়িন এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া। ২৭ আগস্ট যুবভারতীতে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর ২টি সেমি-ফাইনাল হবে ২৯ আগস্ট ও ৩১ আগস্ট। ডুরান্ড কাপ ফাইনাল হবে ৩রা সেপ্টেম্বর। এবারের ডুরান্ড কাপে নতুন নিয়ম চালু হয়েছে। কোনও ম্যাচ নির্ধারিত সময়ে ড্র হলে আর অতিরিক্ত সময় খেলা হবে না। সরাসরি টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হবে। ফলে ডুরান্ড কাপের নক-আউট পর্বের ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। ডুরান্ড কাপে মোট ২৪টি দল খেলবে। কলকাতা ও গুয়াহাটির পাশাপাশি কোকরাঝাড়েও কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু কোকরাঝাড়ে মাঠের অবস্থা খুব খারাপ। সেই কারণে কলকাতা ও গুয়াহাটিতেই হচ্ছে কোয়ার্টার ফাইনাল। সেমি-ফাইনাল ও ফাইনাল হবে কলকাতাতেই। কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনেও কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করার সুযোগ ছিল। কিন্তু রবিবার গ্রুপের শেষ ম্যাচে জামশেদপুর এফসি-কে ৬-০ উড়িয়ে দিয়েও কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারল না সাদা-কালো ব্রিগেড। ৭-০ জয় পেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত মহামেডান স্পোর্টিং। সেক্ষেত্রে ছিটকে যেত মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু অল্পের জন্য ডুরান্ড কাপে টিকে থাকল সবুজ-মেরুন। কলকাতা লিগ, এএফসি কাপ ও ডুরান্ড কাপ একসঙ্গে খেলছে মোহনবাগান।