বার্মা, ২৫ অক্টোবর — একের পর এক ঘটনায় উত্তাল মায়ানমার। দেশের ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া সেনাশাসন সরকারের বিরোধিতার চরম ‘শাস্তি’ হিসেবে মায়ানমারে এক জলসায় হানা দেয় জুন্টা সরকার । সেনার হামলায় মৃত্যু হয় ৫০ জনের। সেই মৃত্য মঙ্গলবার বেড়ে দাঁড়াল ৮০।
রবিবার কাচিন প্রদেশে বড়সড় এক জলসার আয়োজন করা হয়েছিল। সন্ধের জলসা দেখতে হাজির ছিলেন প্রচুর মানুষজন। কাচিনের সেনা অফিসার থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ছিলেন একেবারে সামনের সারিতে। নামীদামি শিল্পীরাও যোগ দিয়েছিলেন জলসায়। মঞ্চে গানের সময় আচমকাই আকাশপথে চলে হামলা । মুহূর্মুহূ বোমাবর্ষণ আর গুলির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকটি রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে। বাকিরা প্রাণভয়ে পালাতে থাকেন। ততক্ষণে একে একে ৮০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে গায়ক, কি-বোর্ড বাদক, মঞ্চের পিছনে থাকা সহযোগীরা রয়েছেন।