গেমে আসক্ত কিশোরের মোবাইল সারিয়ে দেননি বাবা-মা, অভিমানে আত্মঘাতী নাবালক

লখনউ, ১৫ ফেব্রুয়ারি– ছেলের সারাদিন মোবাইল ফোনে গেম খেলার নেশা কমাতে খারাপ মোবাইল সরিয়ে দিচ্ছিলেন না বাবা-মা। আর সেই অভিমানেই নিজেকেই শেষ করে দিল ১৫ বছরের কিশোর ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোর মোবাইল গেমে আসক্ত ছিল। এই নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। কদিন আগেই কিশোরের মোবাইলটি খারাপ হয়ে গিয়েছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও বাবা-মা সেটি সারিয়ে দেননি। নতুন ফোনও কিনে দেননি তাঁরা। উল্টে তাকে গেম খেলতে বারণ করা হয়। সেই অভিমানেই ঘরের ভিতর সিলিং ফ্যান থেকে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই নাবালক।

তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে নীচে নামিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের বাবা মালির কাজ করেন। পরিবারটি আর্থিকভাবেও তেমন স্বচ্ছল নয়।