আইএসএল থেকে সরে গেল মূল স্পনসরই।

ভারত:- টুর্নামেন্ট-এর আগে আইএসএল থেকে সরে গেল মূল স্পনসরই। এই খবর প্রকাশ্যে এসেছি‌ল। সূত্রের খবর, কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে আইএসএলের মিডিয়া ডে। সেখানেও দেখা গেল না মূল স্পনসরের নাম। এর থেকেই স্পষ্ট হয়ে গেল দশম সংস্করনে এসেই হিরোর সঙ্গে সম্পর্কে ছেদ ঘটল আইএসএলের। হঠাৎ করেই টাইটেল স্পনসরশিপ প্রত্যাহার করে নিল হিরো মটোকর্প। আইলিগ তো বটেই আইএসএল-এরও বেশ কয়েক বছরের টাইটেল স্পনসর এই গাড়ি সংস্থাটি। তবে এবার আর চুক্তি পুনর্নবীকরণের পথে হাঁটছে না দেশের অন্যতম গাড়ি প্রস্তুতিকারক সংস্থাটি। ফুটবলে আইএসএল, আইলিগ-এর পাশাপাশি ফেডারেশনের অন্যতম সহযোগী সংস্থা এই গাড়ি কোম্পানি। ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরের একাধিক প্রকল্পের উন্নতিতে এই সংস্থার অবদান রয়েছে। এই গাড়ি সংস্থাটি স্পনসর হিসেবে আইএসএল আয়োজকদের যা অর্থ দেয়, তা অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের অন্যতম উৎস।  ক্রীড়া দুনিয়ার সঙ্গে হিরোর সংযুক্তি বহু পুরোনো। আইসিসির স্পনসর যেমন ছিল হিরো অতীতে। আইপিএল-এরও টাইটেল স্পনসর ছিল ভারতের এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। ফুটবলে আইএসএল, আইলিগ তো বটেই ফেডারেশনের অন্যতম সহযোগী সংস্থা এই কোম্পানি। জানা গিয়েছে, আইএসএলের সূচি ঘোষণা হয়ে গেল। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। গত ৭ সেপ্টেম্বর লিগ আয়োজ‌ক সংস্থা এফএসডিএলের পক্ষ থেকে লিগের দিনক্ষণ এবং পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করা হয়নি। পুজোর ঠিক পরেই ডার্বি। আগামী ২৮ অক্টোবর আইএসএলের প্রথম বড় ম্যাচ। তবে সেদিন ইডেনে বিশ্বকাপেরও ম্যাচ রয়েছে। ফলে ডার্বির দিন পরিবর্ত‌ন হতে পারে বলে জানা গিয়েছে।