কলকাতা, ১ নভেম্বর – রাজ্যে ভোটার সংখ্যা বাড়ল প্রায় পৌনে দু’লক্ষ। লোকসভা ভোটের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন প্রকাশিত খসড়া অনুযায়ী ভোটার তালিকা থেকে বহু নাম বাদও গিয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। তার আগে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে ভুয়ো ও মৃত ব্যক্তিদের নাম বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির দাবিতে সরব হয় বিরোধী দলগুলি। তার পরদিনই প্রকাশ করা হল খসড়া ভোটার তালিকা। এই তালিকা অনুযায়ী রাজ্যে বর্তমানে ভোটার সংখ্যা ৭ কোটি ৫৩ লক্ষ ৮৬ হাজার ৭২ জন। পুরুষ ভোটার ৩ কোটি ৮৩ লক্ষ ৩১ হাজার ৮৪৬ জন। মহিলা ভোটার ৩ কোটি ৭০ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন।
তালিকা মাফিক, রাজ্যে ভোটার সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন। ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রচুর নাম। অনেক ক্ষেত্রেই এক জনের নাম ছিল একাধিক জায়গায়। বহু ক্ষেত্রে সংশোধনও হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে বাদ যায় ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জন ভোটারের নাম। নতুন নাম উঠেছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮২১ জন ভোটারের। ভোটার সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন।
নভেম্বর ও ডিসেম্বর জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ জানুয়ারি।