মুম্বাই, ২৫ নভেম্বর – বাণিজ্যনগরী মুম্বাইয়ে হু হু করে বাড়ছে ধর্ষণের সংখ্যা। ‘প্রজা ফাউন্ডেশন’ নামে এক সংস্থার রিপোর্ট অনুযায়ী গত দশ বছরে মুম্বইয়ে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩০ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে মুম্বাইতে ৩৯১টি ধর্ষণ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হয়েছিল। সেখানে ২০২২ সালে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০১টি। একইসঙ্গে শ্লীলতাহানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০৫ শতংশ। ২০১৩-য় মুম্বাইতে শ্লীলতাহানির সংখ্যা ছিল ১১৩৭টি, ২০২২-এ তা বেড়ে হয়েছে ২৩২৯টি। মুম্বইয়ের ‘প্রজা ফাউন্ডেশন’ এই রিপোর্ট প্রকাশ করেছে ।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে ধর্ষণ সংক্রান্ত যতগুলো অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল, তার ৬৩ শতাংশ ক্ষেত্রে অত্যাচারের শিকার ছিল নাবালিকা । অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় নথিভুক্ত অভিযোগের মধ্যে ৭৩ শতাংশেরই কোন নিষ্পত্তি হয়নি। সংস্থার রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে মুম্বইয়ে সাইবার অপরাধের সংখ্যাও ঊর্দ্ধগামী, শতকরা হিসাবে ২৪৩ শতাংশ। ’১৮ সালে যে সংখ্যা ছিল ১৩৭৫, চার বছর বাদে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৭২৩। কিন্তু, এত অভিযোগের মধ্যে মাত্র ৮ শতাংশ অভিযোগের সমাধান করতে পেয়েছে মুম্বই পুলিশ।