• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

করোনার নতুন ঢেউ আসতে চলেছে ভারতসহ সমগ্র এশিয়ায় 

সিঙ্গাপুর , ১৩ এপ্রিল – ফের করোনাভাইরাসের আতঙ্ক ফিরে আসছে ভারত-সহ সমগ্র এশিয়ায়। সম্প্রতি কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণের রিপোর্ট এমনই ইঙ্গিত দিচ্ছে। প্রায় দু-বছর পর ফের ভারত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া-সহ এশিয়ার বিভিন্ন দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে করোনার এই নতুন ঢেউ স্বাস্থ্য পরিষেবার উপর নতুন করে চাপ বাড়াতে শুরু করেছে। চলতি বছরের

সিঙ্গাপুর , ১৩ এপ্রিল – ফের করোনাভাইরাসের আতঙ্ক ফিরে আসছে ভারত-সহ সমগ্র এশিয়ায়। সম্প্রতি কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণের রিপোর্ট এমনই ইঙ্গিত দিচ্ছে। প্রায় দু-বছর পর ফের ভারত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া-সহ এশিয়ার বিভিন্ন দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে করোনার এই নতুন ঢেউ স্বাস্থ্য পরিষেবার উপর নতুন করে চাপ বাড়াতে শুরু করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই ভারত সহ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে করোনা সংক্রমণ আবার বাড়ছে । পরিসংখ্যান বলছে , মার্চের শেষ সপ্তাহে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। ভারতেও গত অগাস্ট-সেপ্টেম্বরের পর ফের দৈনিক সংক্রমণের হার অত্যধিক বৃদ্ধি পেয়েছে। এদিকে প্রায় ৪ মাসের মাথায় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ইন্দোনেশিয়ায়।  ভিয়েতনামও করোনা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ।

জানা গিয়েছে, করোনাভাইরাসের মিশ্র প্রজাতি XBB.1.16 ভ্যারিয়ান্ট ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। করোনাভাইরাসের অত্যন্ত সংক্রমণযোগ্য প্রজাতি ওমিক্রন-এর মিশ্র সাব ভ্যারিয়ান্ট হল XBB.1.16। বর্তমানে এই প্রজাতিই ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত XBB.1.16 -র ভয়াবহতার তেমন পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায় নি। একে আটকাতে ভ্যাকসিনেশন এবং শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা মূল শক্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কোভিডবিধি মেনে চলারই পরামর্শ দিচ্ছেনা চিকিৎসকেরা ।

বৃহস্পতিবার দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজার ১৫০ ছাড়াল। যদিও  এখনও পর্যন্ত হাসপাতালগুলিতে করোনা রোগীর ভর্তির হার কম। তবু আগাম সতর্কতা নিতে শুরু করেছে কেন্দ্র। চলতি সপ্তাহেই কেন্দ্রের তরফে দেশজুড়ে কোভিড হাসপাতালগুলিতে চিকিৎসার বন্দোবস্ত খতিয়ে দেখতে মহড়া শুরু হয়েছে। অনেক রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সবমিলিয়ে, পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সে ব্যাপারে সজাগ কেন্দ্র।

ভারতের মতো সিঙ্গাপুরেও দৈনিক করোনা সংক্রমণের হার ১০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। মার্চের শেষে সাপ্তাহিক করোনা সংক্রমণ সর্বোচ্চ ২৮ হাজার পর্যন্ত ওঠে। তবে চলতি সপ্তাহের গোড়ায় করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৭। মাস্ক বাধ্যতামূলক করার পরই সংক্রমণ কমছে।

ইন্দোনেশিয়ায় ভারতের মতোই চলতি মাসে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। গত বুধবার ইন্দোনেশিয়ায় দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৯৮৭।  বৃহস্পতিবারই করোনার নতুন ঢেউ আসতে শুরু করেছে বলে দেশবাসীকে সতর্কবার্তা দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। করোনার এই ঢেউ মোকাবিলায় দেশবাসীকে দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।

 

News Hub