মুম্বই, ৩০ আগস্ট – মুম্বই ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক বৃহস্পতি ও শুক্রবার হবে মুম্বইতে। আবার ওই দুই দিনই মুম্বইতে হবে বিজেপি নেতত্বাধীন এনডিএ জোটের বৈঠকও । মহারাষ্ট্রে শাসক জোটে শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী ছাড়াও আছে বিজেপি এবং এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠী। দু’দিন ধরে এই তিন দলের নেতারা রাজ্য ও জেলা ভিত্তিক আলোচনা করবেন। মুম্বইয়ে যেদিন ইন্ডিয়া জোটের মেগা বৈঠক, ঠিক সেদিনই পালটা বৈঠক ডাকল এনডিএ। বৃহস্পতি ও শুক্রবার শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরের উদ্যোগে ইন্ডিয়া জোট তৃতীয় বৈঠকে বসতে চলেছে বাণিজ্যনগরীতে।
সূত্রের খবর, বৃহস্পতিবার তিন দলের নেতারা মুম্বইতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারি বাংলোয় বৈঠকে বসে আসন সমঝোতা এবং নির্বাচনী ইস্যু, বিরোধীদের মোকাবিলা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। শুক্রবারের আলোচনা হবে ভার্চুয়াল মাধ্যমে। মহারাষ্ট্রের নানা প্রান্ত থেকে তিন দলের নেতারা যোগ দেবেন বৈঠকে। সেই বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়ে কথা হবে।
রাজনীতিতে সাধারণভাবে সরকার পক্ষের চালচলন দেখে পরবর্তী কর্মসূচি স্থির করে বিরোধীরা। কিন্তু বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মোকাবিলায় বিপরীত কৌশল নিয়েছে বিজেপি ও তাদের জোট এনডিএ। প্রসঙ্গত, এখন ইন্ডিয়া জোটের শরিক সংখ্যা ২৬। অন্যদিকে বিজেপি- নেতৃত্বাধীন এনডিএ-তে আছে ৩৮টি দল।