• facebook
  • twitter
Friday, 20 September, 2024

রাজ্যের তাপমাত্রার পারদ কমছে।শীতে কাবু হতে পারে মানুষ 

কলকাতা ,২৬ নভেম্বর — শীতের অপেক্ষা হলো শেষ।হার কাঁপানো ঠান্ডা এখনো না পড়লেও,শীত কিন্তু শহরে প্রবেশ করে ফেলেছে।শুক্রবার তাপমাত্রা খানিক বাড়লেও শনিবার ফের তা কমে ষোলোর ঘরে গিয়ে দাঁড়িয়েছে।অবাধ উত্তুরে হাওয়ায় রাজ্যে শীতের আমেজ আরও কয়েক দিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । বিগত কয়েকদিন থেকেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে।দিনে কখনো  গরমের অনুভূতি আবার

কলকাতা ,২৬ নভেম্বর — শীতের অপেক্ষা হলো শেষ।হার কাঁপানো ঠান্ডা এখনো না পড়লেও,শীত কিন্তু শহরে প্রবেশ করে ফেলেছে।শুক্রবার তাপমাত্রা খানিক বাড়লেও শনিবার ফের তা কমে ষোলোর ঘরে গিয়ে দাঁড়িয়েছে।অবাধ উত্তুরে হাওয়ায় রাজ্যে শীতের আমেজ আরও কয়েক দিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

বিগত কয়েকদিন থেকেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে।দিনে কখনো  গরমের অনুভূতি আবার রাতে ঠান্ডা। গত বৃহস্পতিবার রাজ্যে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৭.৬ ডিগ্রিতে। এরপর আজ, শনিবার আবার কমল তাপমাত্রা। প্রায় এক ডিগ্রি কমে আজ ১৬.৭ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কোনও পূর্বাভাস নেই। অবাধ উত্তুরে হাওয়ায় আগামীদিনে শীত আরও বাড়তে চলেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের পাশাপাশি রেকর্ড ঠান্ডা পড়তে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও। চলতি সপ্তাহের শেষে অন্তত তিন ডিগ্রি তাপমাত্রা আরও কমতে পারে। আর দক্ষিণবঙ্গে ২ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।