কলকাতা , ৪ জুলাই – দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের দিন, ভোটের আগে ও পরে লোডশেডিং যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। পঞ্চায়েত ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই বিদ্যুৎ দফতরের কর্মী আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। সূত্রের খবর, ভোটের পরের দিন পর্যন্ত এই নির্দেশ লাগু থাকবে। লোডশেডিং যাতে না হয় সেটা নিশ্চিত করা বিদ্যুৎ দফতরের কাছে একটা বড় চ্যালেঞ্জ।