• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রয়াত  ‘কুইন অফ রক এন রোল’ টিনা টার্নার

নিউ ইয়র্ক , ২৫ মে – প্রয়াত হলেন টিনা টার্নার। ‘কুইন অফ রক এন রোল’  আমেরিকান বংশোদ্ভূত গায়িকা  টিনা টার্নার বুধবার সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর  বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ দিন ধরে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন টিনা। ২০১৬ সালে অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। ২০১৭ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়। টিনার দীর্ঘদিনের প্রচারকর্তা বেরনার্ড ডোহার্টি

নিউ ইয়র্ক , ২৫ মে – প্রয়াত হলেন টিনা টার্নার। ‘কুইন অফ রক এন রোল’  আমেরিকান বংশোদ্ভূত গায়িকা  টিনা টার্নার বুধবার সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর  বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ দিন ধরে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন টিনা। ২০১৬ সালে অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। ২০১৭ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়।

টিনার দীর্ঘদিনের প্রচারকর্তা বেরনার্ড ডোহার্টি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে এই তারকার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জানা গেছে সম্প্রতি তাঁর স্ট্রোক হয়। ভুগছিলেন কিডনির সমস্যাতেও।
টিনা তাঁর কেরিয়ার শুরু করেন ১৯৫০-এর দশকে, রক ‘এন’ রোলে-র শুরুর সময়ে। তাঁর গান ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’-  যেখানে তিনি প্রেমকে ‘সেকেন্ড-হ্যান্ড ইমোশন’ বলেছিলেন। এই গান এখনও জনপ্রিয়। টিনা টার্নারের শক্তিশালী স্টেজ পারফরমেন্সের কারণে খুব সহজেই হয়ে উঠেছিলেন রক এন রোলের কুইন।  রিও ডি জেনেরিওতে তাঁর ১৯৮৮ সালের শোতে ১ লাখ ৮০ হাজার দর্শক জড়ো হয়েছিল, যা যে কোনও একক শিল্পীর সবচেয়ে বড় কনসার্ট। 
যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী ছিলেন তিনি । তাঁর গানের ১৮০ লক্ষেরও বেশি আ্যলবাম বিক্রি হয়েছে।  তিনি ১২টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তাঁর জীবন নিয়ে সিনেমাও তৈরি হয়েছিল— ‘হোয়াট’স লভ গট টু উইথ ইট’। ‘টিনা— দ্য টিনা টার্নার মিউজ়িক্যাল’ নামে একটি ব্রডওয়ে মিউজ়িক্যালও তৈরি হয়েছিল তাঁর জীবনী অবলম্বনে।