ধৃত ২২ জওয়ানের খুনি মাওবাদী নেত্রী 

রায়পুর, ৩০ জানুয়ারি– অবশেষে বিজাপুর থেকে গ্রেফতার করা হয়েছে মাওবাদী নেত্রী মড়কম উঙ্গি ওরফে কমলাকে। যৌথবাহিনীর উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হল তাকে । রবিবার ছত্তীসগঢ়ের এমনটাই জানা গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রে। বছর দুয়েক আগে ওই হামলার জেরে মৃত্যু হয়েছিল ২২ জন জওয়ানের। আহত হয়েছিলেন ৩০ জন।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, বিজাপুরের টেকাগুড়িয়াম গ্রামে পুলিশ এবং আধা সেনার উপরে ওই হামলার সঙ্গে যোগ রয়েছে কমলার। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ওই নাশকতার তদন্তে নেমে এনআইএ আধিকারিকরা জানতে পারেন, বিজাপুর জেলার ভোপালপত্তনমে লুকিয়ে রয়েছেন এক মাওবাদী নেত্রী। এর পরই তাঁরা ওই মাওবাদী নেত্রীকে জালে পুরতে তৎপর হন। কমলাকে হাজির করানো হয় জগদলপুরে এনআইএ-র বিশেষ আদালতে।

বিজাপুরে ওই নাশকতার ঘটনায় মাওবাদীদের ২৩ জন সদস্যের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনআইএ। তাতে উল্লেখ করা হয়েছিল, ৩০০ থেকে ৪০০ জন মাওবাদীর একটি দল হামলা চালিয়েছিল যৌথবাহিনীর উপরে।