সাত দিন পেরিয়ে আট দিন চলছে , কিন্তু এখনও উদ্ধার করা যায়নি উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গে আটকে থাকা ৪০ জন শ্রমিককে। তাঁদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সম্প্যের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে আশঙ্কা আর উদ্বেগ। উদ্বেগ বাড়ছে শ্রমিকদের পরিবারগুলির। শ্রমিকরা জানিয়েছেন, ভিতরের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। তাদের একটাই প্রশ্ন , কখন তাদের উদ্ধার করা হবে। উদ্ধারকারী আধিকারিক জানিয়েছেন,খনন কাজ কেমন চলছে, উদ্ধারকারী দল তাঁদের কতটা কাছে পৌঁছতে পেরেছেন, কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে জানতে চায় শ্রমিকরা। শ্রমিকদের আশ্বস্ত করে তিনি জানান, তাঁদের উদ্ধারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দু’ভাবে রাস্তা বার করার চেষ্টা চলছে।
উত্তরকাশীর এক আধিকারিক জানান, আড়াআড়িভাবে শ্রমিকদের কাছে পৌঁছনোর পাশাপাশি লম্বালম্বিভাবেও পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। তার জন্য ড্রিল করে গর্ত তৈরী করা হবে। তার গভীরতা হবে ৩০০ থেকে ৩৫০ ফুট। কিন্তু এখনও সময়ের অপেক্ষা। উদ্ধারকারীদের দিকে এখন তাকিয়ে আছে গোটা দেশ।