মমতার বিদেশ সফর সম্পর্কে জানতে চিঠি দিলেন রাজ্যপাল 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর – মমতার বিদেশ সফর কেমন হল তা জানতে চাইলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে জানতে চেয়েছেন রাজ্যপাল।  বাংলায় লগ্নি আনার কারণে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কলকাতায় ফেরেন তিনি। 

গত ১২ সেপ্টেম্বর বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সফরের আগেও মমতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যপাল। কলকাতা ফিরতে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। সূত্রের খবর, এই চিঠির উত্তরও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠির উত্তরে মমতা জানিয়েছেন, ‘সফর খুব ভাল হয়েছে।’

পর্যবেক্ষকদের মতে, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিদেশ সফরে যান, তবে রাজ্যপাল তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দেন, ফেরার পর খোঁজ নেওয়ায় সাংবিধানিক রীতিনীতির মধ্যে পড়ে। যদিও শনিবারের চিঠি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই মুখ খোলেননি। এই চিঠি শুধুই সৌজন্যমূলক , নাকি তাতে অন্য কোনও বিষয় রয়েছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগে রাজ্যপালের জোড়া চিঠি নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সূত্রের খবর ছিল, ওই জোড়া চিঠির মধ্যে একটি নাকি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই চিঠির  বিষয়ে মুখ খোলেননি কোন পক্ষই ।


 

মুখ্যমন্ত্রী বিদেশ সফর চলাকালীন ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে ওঠে । ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণের অনুষ্ঠান রাজভবনে করতে চান রাজ্যপাল ,  বিধানসভায় নয় – এই নিয়ে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়কে রাজ্যপাল নাকি ফোনও করেন। শনিবার তাঁকে রাজভবনে ডাকা হয়েছিল। যদিও   ধূপ গুড়ির বিধায়ক  রাজভবনে  যাননি ।