কলকাতা, ২৫ অগাস্ট – শুক্রবার মালদহে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালের বন্দে ভারতে মালদহের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর। রাজভবন সূত্রে এই খবর জানা যায়। বুধবার মিজ়োরামে একটি সেতু ভেঙে মালদহের ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে রাজ্যপাল বোস মালদহে যাবেন বলে খবর মেলে।
বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ভেঙে পড়ে মিজ়োরামের আইজলে নির্মীয়মাণ এক রেল-সেতু। সেই ঘটনায় যে সব শ্রমিকের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই মালদহের । তাঁদের মধ্যে ১১ জন শ্রমিকই রতুয়া ২ ব্লকের পুখুরিয়া পঞ্চায়েতের চৌদুয়ার গ্রামের বাসিন্দা। মৃতদের তালিকায় ইংরেজবাজারের পাঁচ, গাজল এবং কালিয়াচকের এক জন করে পরিযায়ী শ্রমিকের নাম রয়েছে। জেলার এত জন শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই পুলিশ, প্রশাসনের কর্তারা সেইসব গ্রামে ভিড় করেন । পাশাপাশি ভিড় জমান রাজনৈতিক নেতা-নেত্রীরাও। বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের নাগরপাড়ায় যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একই সময় সেখানে যান রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।