• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ফের সংঘাতের মুখে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী

কলকাতা , ৯ মে – রাজ্যপাল সিভি আনন্দ বোসের হ্যামলেট মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, হ্যামলেট নয়, রাজ্যপালের মধ্যে ম্যাকবেথের ছায়া লক্ষ্য করছি। এদিন ব্রাত্যবাবু বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, হ্যামলেট কিন্তু শেষ পর্যন্ত নিষ্ক্রিয় থাকেনি। শেষে তিনি সক্রিয় হয়েছিলেন এবং সেজন্য তাঁর কী পরিণতি হয়েছিল সেটাও আমরা দেখেছি।

কলকাতা , ৯ মে – রাজ্যপাল সিভি আনন্দ বোসের হ্যামলেট মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, হ্যামলেট নয়, রাজ্যপালের মধ্যে ম্যাকবেথের ছায়া লক্ষ্য করছি। এদিন ব্রাত্যবাবু বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, হ্যামলেট কিন্তু শেষ পর্যন্ত নিষ্ক্রিয় থাকেনি। শেষে তিনি সক্রিয় হয়েছিলেন এবং সেজন্য তাঁর কী পরিণতি হয়েছিল সেটাও আমরা দেখেছি।
উচ্চ শিক্ষাদফতরকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে নিজের দখলে রাখার যে মানসিকতা দেখা যাচ্ছে এটা ঠিক হ্যামলেটের মতো লাগছে না। বরং ম্যাকবেথের মতো লাগছে। একটা তীব্র উচ্চাশা কাজ করছে। ম্যাকবেথের যেটা ট্রাজিক ভুল’।
প্রসঙ্গত,  সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘আইনগত, সাংবিধানিক বা রাজনৈতিক কোনও সঙ্কট তৈরি হলে রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো নিষ্ক্রিয় থাকবে না। টু বি অর নট টু বি, শিক্ষাই এটা শেখাবে’।