• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোটের মুখে গুজরাতে হাতের হাত ধরলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

ভদোদরা, ২৮ নভেম্বর-– গুজরাত ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি। যদিও এতে স্বস্তির মুখে কংগ্রেস। বিজেপিত্যাগী প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা চারবারের বিধায়ক জয় নারায়ণ ভ্যাস আনুষ্ঠানিক ভাবে হাত ধরলেন হাত শিবিরের । সোমবার আহমেদাবাদে কংগ্রেস দফতরে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাত ধরে হাত শিবিরে শামিল হন ভ্যাস। কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁর ছেলেও। ভ্যাসের যোগদান মঞ্চে

ভদোদরা, ২৮ নভেম্বর-– গুজরাত ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি। যদিও এতে স্বস্তির মুখে কংগ্রেস। বিজেপিত্যাগী প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা চারবারের বিধায়ক জয় নারায়ণ ভ্যাস আনুষ্ঠানিক ভাবে হাত ধরলেন হাত শিবিরের । সোমবার আহমেদাবাদে কংগ্রেস দফতরে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাত ধরে হাত শিবিরে শামিল হন ভ্যাস। কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁর ছেলেও। ভ্যাসের যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের গুজরাটের পর্যবেক্ষক তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও।

বিভিন্ন সমীক্ষক সংস্থার মতে গুজরাতে বিজেপির ষষ্ঠবার ক্ষমতায় ফেরা মোটামুটি নিশ্চিত হলেও অশান্তির অভাব নেই গেরুয়া শিবিরে। দিনকয়েক আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলার ছেলে। ভ্যাসও সেই পথেই হাঁটলেন। তাঁকে দলে যোগদান করিয়ে কংগ্রেস সভাপতি খাড়গে দাবি করেছেন, গুজরাতে এবার পরিবর্তন আসছে। সেটা বিজেপিও বুঝতে পেরেছে। সেকারণেই গত পাঁচবছরে তিনবার মুখ্যমন্ত্রী বদল করেছে তাঁরা।

জয় নারায়ণ ভ্যাস চারবারের বিধায়ক। বিজেপির টিকিটে মোট সাতবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৭ সালে কংগ্রেস প্রার্থীর কাছে হারেন তিনি। বিজেপি এবার পছন্দের সিদ্ধাপুর আসন থেকে ভ্যাসকে দাঁড় করাতে রাজি নয়। সেটাই মূলত তাঁর দলত্যাগের কারণ। এ মাসের গোড়ার দিকেই বিজেপি ছাড়েন তিনি। বিজেপি ছাড়ার পর কংগ্রেস এবং আম আদমি পার্টি দু’দলেরই প্রস্তাব তাঁর কাছে ছিল। কিন্তু তিনি শেষমেশ কংগ্রেসকেই বেছে নিলেন ভ্যাস।