• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

মাছ ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার টাকার পাহাড়!

মালদহ ,৪সেপ্টেম্বর — মালদহের গাজোলের  জয়প্রকাশ সাহা নামে এক  মৎস্য ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় সিআইডি অফিসারেরা। তল্লাশি চালিয়ে জয় প্রকাশ সাহার বাড়ি থেকে উদ্ধার করেছে বিপুল পরিমান টাকা। সিআইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ কোটি ছড়িয়েছে। টাকা গোনার জন্য থেকে মেশিন আনানো হয়েছে। আরও টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও জয় সাহার

মালদহ ,৪সেপ্টেম্বর — মালদহের গাজোলের  জয়প্রকাশ সাহা নামে এক  মৎস্য ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় সিআইডি অফিসারেরা। তল্লাশি চালিয়ে জয় প্রকাশ সাহার বাড়ি থেকে উদ্ধার করেছে বিপুল পরিমান টাকা।

সিআইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ কোটি ছড়িয়েছে। টাকা গোনার জন্য থেকে মেশিন আনানো হয়েছে। আরও টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও জয় সাহার বাড়িতে রয়েছেন অফিসাররা। তল্লাশির সঙ্গে চলছে জিজ্ঞাসাবাদও। কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর  নানা প্রশ্ন উঠে আসছে সামনে।  একজন মাছ ব্যাবসায়ীর কাছে এত টাকা এল কি করে ,মাছের আড়ালে অন্য কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে সিআইডি।