কলকাতা:- লোকসভা ভোটের আগেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে আর ভোটার কার্ড তৈরিতে আর আধার কার্ডের প্রয়োজন নেই।খুব শীঘ্রই নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ১ অক্টোবর থেকে আবার বদলে যাচ্ছে আধার কার্ড তৈরির নিয়ম। জন্মের শংসাপত্র না থাকলে আধার কার্ড তৈরি করা যাবে না। তারপরে আবার ভোটার কার্ড তৈরি নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত জারি করা হয়েছে। এতোদিন ভোটার তালিকায় নাম তুলতে আধার নম্বরের প্রয়োজন হত। ফর্ম ৬ এবং ফর্ম ৬বি দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে হতো। দুই ফর্মেই আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু এবার থেকে আর সেই নিয়ম থাকছে না। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে হলে আধার নম্বর দিতেই হবে এমন কোনও বাধ্য বাধকতা নেই। যেভাবে আধার কার্ডের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন একাধিক নেতা। কয়েকদিন এআগেই কো উইন অ্যাপে দেওয়া একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। আধার নম্বর ভোটার কার্ডে থাকলে তথ্য ফাঁসের আশঙ্কা রয়ে যায়। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার কার্ড করার জন্য আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কড়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। এবার থেকে নতুন ভোটার কার্ড তৈরিতে কোনও আধার নম্বর প্রয়োজন হবে না।