ভদোদারা, ১২ এপ্রিল– যাত্রীবাহী বাস নিয়ে ডিপোতে ফেরার সময় বুকে যন্ত্রণা শুরু হয় চালকের। কিন্তু সেসবকে তেমন আমল দেননি বাসচালক ভারমল আহির। ভেবেছিলেন, একেবারেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে তবেই যা করার করবেন। তাই বুকে ব্যথা এবং অস্বস্তি নিয়ে আরও ১৫ কিলোমিটার বাস চালিয়ে গেলেন চালক। কিন্তু ডিপোয় পৌঁছানোর পর চালকের আসনে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতে। ৪০ বছর বয়সি ভারমল আহির গুজরাত স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন চালক। রবিবার রাত ৮.৩০ নাগাদ সোমনাথ থেকে যাত্রা শুরু করেন আহির। সোমবার সকাল ৭.৩০ নাগাদ রাধানপুরে পৌঁছানোর কথা ছিল তাঁর। তখনও ১৫ কিলোমিটার রাস্তা বাকি, সকালে ভারাহির কাছে বাস দাঁড় করান তিনি। যাত্রীদের সঙ্গে চাও খান। তারপরেই বুকে ব্যথা অনুভব করেন আহির।তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হার্ট অ্যাটাকেই আহিরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।