দিল্লি – ৯ জুন – ভারতে হজযাত্রা এক ধর্মীয় আচরণ, যা ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ দ্বারা সংরক্ষিত। বৃহস্পতিবার জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। একাধিক হজ আয়োজক সংগঠনের রেজিস্ট্রেশন ও কোটা বাতিল করে দিয়েছে মোদি সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের দ্বারস্থ হয় সংগঠন। সেই মামলারই শুনানি চলাকালীন একথা জানায় বিচারপতি চন্দ্রধারী সিংয়ের সিঙ্গল বেঞ্চ। সেই সঙ্গেই মোদি সরকারের এই সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশও দিল আদালত। এর ফলে স্বস্তি পেলেন হাজার হাজার হজযাত্রী।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ‘হজ কোটা বরাদ্দের একত্রিত তালিকা’র মাধ্যমে ২০২৩ সালের হজযাত্রার জন্য কেন্দ্র ১৩টিরও বেশি হজ আয়োজক সংগঠনের রেজিস্ট্রেশন ও কোটা বাতিল করে দেয়। এদিন শুনানির সময় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের আইনজীবী দাবি করেন, ওই সংগঠনগুলি তথ্যবিকৃতি ঘটিয়েছে। এরপর কেন্দ্রের সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল আদালত।