৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সংবিধানসম্মত, রায় ঘোষণা শীর্ষ আদালতের  

সুপ্রীম কোর্ট (File Photo: iStock)

দিল্লি, ১১ ডিসেম্বর  জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সংবিধান মেনেই হয়েছে বলে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । প্রধান বিচারপতি জানিয়েছেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয়। রাষ্ট্রপতির সিদ্ধান্ত বৈধ। এই রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি ডি  ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘সুপ্রিম কোর্ট মনে করে যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ।  ভারতের সংবিধানের ১ এবং ৩৭০ অনুচ্ছেদ থেকেই তা স্পষ্ট।’

প্রধান বিচারপতি জানিয়েছেন, যে হেতু সংবিধানের ৩৭০ ধারায় কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল, তা অস্থায়ী, তাই রাষ্ট্রপতির তা বাতিল করার অধিকার সম্পূর্ণ বৈধ। জম্মু ও কাশ্মীরের গণপরিষদ বাতিল করার পরেও রাষ্ট্রপতি এটি করতে পারেন। এর পাশাপাশি দ্রুত জম্মু ও কাশ্মীরকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি এস কে কল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গভাই, বিচারপতি সূর্য কান্ত।
জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বহু মামলা দায়ের করা হয়েছিল। সেগুলি একত্রে এনে সম্প্রতি শুনানি শুরু করে দেশের শীর্ষ আদালত। গত ২ জুলাই থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে শুরু হয় ৩৭০ ধারা বাতিলের মামলার ধারাবাহিক শুনানি। ৫ সেপ্টেম্বর এই বিষয়ে রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। সোমবার তারই রায় ঘোষণা করা হল। সোমবার ৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত মামলার রায়ে প্রধান বিচারপতি বলেন, ‘রাজ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। ‘ পাঁচ বিচারপতির বেঞ্চ তাঁদের রায়ে উল্লেখ করেন, ‘ধারা ৩৭০-এর অস্তিত্ব বিলোপ করার জন্য রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি জারি করার ক্ষমতা রয়েছে। সেই সিদ্ধান্তের উপর সুপ্রিম কোর্ট হতক্ষেপ করতে পারে না। ‘
এদিনের রায়ে বলা হয়েছে, ৩৭০ অনুচ্ছেদটি ভারতীয় ইউনিয়নের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক সংযুক্তির জন্য ছিল। এই অনুচ্ছেদ কখনোই জম্মু ও কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করার জন্য তৈরী হয়নি। তাই রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা রয়েছে ৩৭০ অনুচ্ছেদের অস্তিত্বকে বিলোপ ঘোষণা করার। এর স্বপক্ষে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার ৩ অনুচ্ছেদের কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট।  সেখানে বলা হয়েছে, ‘ ৩৭০এর ৩ ধারায় ক্ষমতা প্রয়োগের দ্বারা রাষ্ট্রপতির ২০১৯ সালের আগস্টে জারি করা আদেশে কোনও সমস্যা নেই। তাই আমরা রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগকে বৈধ বলে মনে করি।’
জম্মু ও কাশ্মীরকে দ্রুত পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়টিও বলবৎ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনের উদ্দেশ্যেও একটি নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে, আমরা নির্দেশ দিচ্ছি, ‘ভারতের নির্বাচন কমিশনকে ২০২৪-এর সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরের বিধানসভার নির্বাচন পরিচালনার জন্য পদক্ষেপ নিতে হবে।’
২০১৯ সালে সংসদে আইন পাশ করিয়ে উপত্যকার ‘বিশেষ মর্যাদা’ সংক্রান্ত ধারা ৩৭০ ও ৩৫এ বাতিল করে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ
সরকার। সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে ভাগ করা হয়। তার পরেই সুপ্রিম কোর্টে এই পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়। ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বহু মামলা দায়ের হয়েছিল। সেগুলি একত্রে এনে সম্প্রতি শুনানি শুরু করে দেশের শীর্ষ আদালত। সোমবার তারই রায় ঘোষণা করা হয়েছে।