দিল্লি, ১১ ডিসেম্বর – জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সংবিধান মেনেই হয়েছে বলে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । প্রধান বিচারপতি জানিয়েছেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয়। রাষ্ট্রপতির সিদ্ধান্ত বৈধ। এই রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘সুপ্রিম কোর্ট মনে করে যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের সংবিধানের ১ এবং ৩৭০ অনুচ্ছেদ থেকেই তা স্পষ্ট।’