• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

টেট ইন্টারভিউয়ারদের ডেকে পাঠাল আদালত  

কলকাতা ,২০ ফেব্রুয়ারি — প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন এবার তাদের সঙ্গে কথা বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।রাজ্যের চারটি জেলা থেকে ৪০ জন ইন্টারভিউয়ারকে তলব করেছেন বিচারপতি।বিচারপতি জানিয়েছেন এজলাসের বাইরেই তিনি ইন্টারভিউয়ারদের মুখোমুখি হবেন। এই সাক্ষ্য গ্রহণ হবে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে , রুদ্ধদ্বার কক্ষে।সেইসময় বাইরের কেউ উপস্তিতি থাকতে পারবেন না। শুধুমাত্র ইন্টারভিউয়ার আর

কলকাতা ,২০ ফেব্রুয়ারি — প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন এবার তাদের সঙ্গে কথা বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।রাজ্যের চারটি জেলা থেকে ৪০ জন ইন্টারভিউয়ারকে তলব করেছেন বিচারপতি।বিচারপতি জানিয়েছেন এজলাসের বাইরেই তিনি ইন্টারভিউয়ারদের মুখোমুখি হবেন। এই সাক্ষ্য গ্রহণ হবে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে , রুদ্ধদ্বার কক্ষে।সেইসময় বাইরের কেউ উপস্তিতি থাকতে পারবেন না। শুধুমাত্র ইন্টারভিউয়ার আর আইনজীবীরাই উপস্থিত থাকতে পারবে।

টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের নিয়োগের নিয়ে ইতিমধ্যেই ব্যাপক জলঘোলা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তদন্তে একের পর এক বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের অনেকেই অভিযোগ করেছিলেন ,ইন্টারভিউর সময়ে তাদের অনেককেই চক ডাস্টার ছুতে দেওয়া হয়নি। কেউ কেউ বাবার নাম বলার পরেই ইন্টারভিউ শেষ হয়ে যায়। ইন্টারভিউ ঠিক কেমন হয়েছিল ,এবার আদালত সেটাই খতিয়ে দেখতে চাইছে।