কলকাতা,২৯ মার্চ — শহিদ মিনার চত্বরে ডিএ-ধর্নামঞ্চের ১০০মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে।শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বিরোধিতা করে গতকাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডিএ– আন্দোলনকারীরা ।আন্দোলনকারীদের দাবি অভিষেকের সভা অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট , আবেদন জানিয়েছিলেন মামলাকারীর দল। তবে শেষ অবধি বিচারপতি রাজাশেখর মান্থা শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়েছেন । অশান্তি এড়াতে ডিএ– মঞ্চ ও তৃণমূলের সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ডিএ– মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না।
আদালতের নির্দেশ সিসিটিভি দিয়ে সব গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে। তবে, বিচারপতি সতর্ক করে দিয়ে বলেন, ‘আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র-যুবর তরফ থেকে অশান্তির কোনও উস্কানি দেওয়া হবে না। যদি এরকম হয় তার ফল ভাল হবে না। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে সওয়াল করা হয়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। কিছু হলে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে। তখন বিচারপতি মন্তব্য করেন, সিপিকে মাথায় রাখতে হবে ভবিষ্যতে যেন একই জায়গায় দু’টি কর্মসূচির অনুমতি না দেওয়া হয়।