লন্ডন,৭ মে– দীর্ঘ প্রতীক্ষাপর্ব পেরিয়ে বিট্রেনের রাজা হিসেবে অভিষেক হল তৃতীয় চার্লসের। সমগ্র ব্রিটেন। সাক্ষী রইলো এই রাজ্যভিষেকের দীর্ঘ সাত দশকেরও পর ফের রাজ্যাভিষেকের সাক্ষী হল প্রায় ১ হাজার বছর ধরে রাজতন্ত্রের এই প্রথা চলে আসছে সেখানে।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেছিলেন আগেই। শনিবার আনুষ্ঠানিক ভাবে সিংহাসনে আরোহণ ঘটল। জমকালো অনুষ্ঠানে মাথায় উঠল রাজমুকট। বাইবেল পাঠ করে তাতে পৌরহিত্য করলেন ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক। চার্লসের রাজ্যাভিষেকের পাশাপাশি, এ দিন তাঁর স্ত্রী ক্যামিলার নামের পাশে সরকারি ভাবে ‘কুইন কনসর্ট’ শব্দবন্ধ জুড়ে গেল। তাঁরা মাথাতেও উঠল মুকুট, তবে চার্লসের মতো ততটা জৌলুসপূর্ণ ছিল না সেই পর্ব ।
এই রাজ্যাভিষেকে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল বেশ কিছুজনের তাদের মধ্যে ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর ছিলেন একজন ।দেশ বিদেশ থেকে আরও নানান গণ্যমান্য ব্যক্তিরা এই অভিষেক উপস্থিত ছিলেন।