পদত্যাগের সম্ভাবনা নস্যাৎ করলেন কমিশনার 

কলকাতা, ২২ জুন –  রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন নবান্নে , রাজভবন সূত্রে এই খবর মেলে বৃহস্পতিবার। এর পরেই জল্পনা কল্পনা শুরু হয়ে যায়, পদত্যাগ করবেন কী রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ? বৃহস্পতিবার অবশ্য পদত্যাগের সম্ভাবনার কথা খারিজ করে দেন কমিশনার। কমিশনে ঢোকার সময় সংবাদমাধ্যমের তরফে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত জবাব, “এমন কোনও তথ্য পাইনি।” ফলে কমিশনারের পদত্যাগ নিয়ে জল্পনা কল্পনায় আপাতত দাঁড়ি টেনে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি এদিন সকালে বুঝিয়ে দেন, এ সম্পর্কে কোনও তথ্যই তাঁর কাছে নেই। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন জানিয়ে দেন এভাবে কমিশনারকে সরানো যায় না।  

বুধবার কলকাতা হাইকোর্টে নজিরবিহীন তিরস্কারের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘চাপ না রাখতে পারলে ছেড়ে দিন। রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।’ তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কমিশনার পদে রাজ্যপালই রাজীব সিনহাকে ছাড়পত্র দেন।  এরপরই নবান্ন রাজীবকে কমিশনার পদে বসায়। এর পর রাজীবের জয়েনিং রিপোর্ট রাজভবনে যায়। কিন্তু রাজভবন সূত্রে খবর, সই না করেই তা ফেরত পাঠিয়ে দেন আনন্দ বোস।

এরপরই প্রশ্ন ওঠে,  আর কি কমিশনার পদে থাকতে পারবেন রাজীব সিনহা ? পঞ্চায়েত নির্বাচন কি আদৌ হবে ? যদিও ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে নির্বাচনী প্রক্রিয়া। মনোনয়ন জমা, প্রত্যাহার, স্ক্রুটিনি এ সব পর্ব পেরিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত প্রার্থীর সংখ্যা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন।


রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধীরা। মনোনয়ন জমা দেওয়ার পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে। সেই আবহে গত শনিবার রাজীবকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল বোস। কিন্তু ব্যস্ততার কারণ দেখিয়ে সে দিন যাননি রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্যপালের ডাকে সাড়া না দেওয়াতেই কি জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানো হল?  তবে রাজ্য নির্বাচন কমিশনার পদে এক জনের নামে অনুমোদন দেওয়ার পরেও তাঁর যোগদান রিপোর্ট এ ভাবে ফেরত পাঠানোকে ‘নজিরবিহীন’ বলেই মনে করছেন ওয়াকিবহালদের একাংশ। সংবিধান বিশেষজ্ঞদেরও একাংশের মত, অনুমোদন দেওয়ার পর এ ভাবে রাজ্য নির্বাচন কমিশনারকে সরাতে পারেন না রাজ্যপাল। সন্দিহান রাজনৈতিক দলগুলিও। যদিও বৃহস্পতিবার জয়েনিং রিপোর্ট ফেরত সংক্রান্ত তথ্য তাঁর কাছে আসেনি বলে জানালেন রাজীব।