কলকাতা, ৪ মার্চ – শহরের ফুটপাত আর ফুটপাত নেই, বেশিভাগই জবরদখলকারীদের দখলে। ফুটপাত বাঁচাতে আন্তঃদফতর সমন্বয়ের ওপর গুরুত্ব দিল কলকাতা পুরসভা। ফুটপাতের জবরদখল সরাতে পুর ইঞ্জিনিয়ারিং সিভিল, জঞ্জাল অপসারণ ও বিল্ডিং দফতরের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, ফুটপাত মুক্ত করার ক্ষেত্রে এই তিনটি দফতর নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রেখে চলবে। এক্ষেত্রে প্রতিটি দফতরকেই সমান উদ্যোগী হতে হবে।