রায়পুর, ২৫ অক্টোবর– একজন বাচ্চা ছেলের মত তিনি দাঁড়িয়ে হাত পেতে বেতের বাড়ি খাচ্ছেন। তাই দেখে অবাক গোটা দেশ। অবাক তার কারণ যিনি মার্ খাচ্ছেন তিনি কোন সাধারণ ছাত্র নন তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তাঁর হাতের উপর সপাসপ বেতের বাড়ি মারছেন একজন সাধারণ গ্রামবাসী।
এমনই দৃশ্য দেখা গেল ছত্তীসগড়ে । এদিন ছত্তীসগড়ে গোবর্ধন পুজো উদযাপিত হচ্ছে। দুর্গ জেলার জাঁজগিরি গ্রামের নাকি এটাই রেওয়াজ। যে অতিথিরা সেখানে যান, তাঁদের চাবুক পেটা করে অভ্যর্থনা জানানো হয়। সেই মতো মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেও বেতের বাড়ি হজম করতে হল। কথিত আছে, অশুভ শক্তিকে প্রতিহত করতেই এই বেতের বাড়ি মারা হয়।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ভূপেশ বাঘেল প্রতিবার যান জাঁজগিরি গ্রামের গোবর্ধন পুজোয়। প্রতিবার তাঁকে বেতের বাড়ি সহ্য করতে হয়। ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সুঠাম হাতে যখন একের পর এক চাবুক আছড়ে পড়ছে তিনি হাত সরাচ্ছেন না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেক বিশিষ্ট মানুষই জাঁজগিরি গ্রামের গোবর্ধন পুজোয় প্রতিবার আসেন। এভাবেই চাবুকের বাড়ি দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁদের।