অখিলের হয়ে পার্টির তরফ থেকে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী ,পাল্টা নিশানা শুভেন্দুর দিকে 

কলকাতা,১৫ নভেম্বর —রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কে কুরুচিকর মন্তব্যে তোলপাড় গোটা দেশ।এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সকলে।অখিল গিরির মন্তব্যের জেরে তৃণমল বিপাকে পড়েছে।

রাজনৈতিক মহলে তিব্র নিন্দার ঝড় উঠেছে।সোমবার সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণে নেমেছিল তৃণমূল।মঙ্গলবার তা গড়াল থানা পুলিশে।রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে মন্তব্য নিয়ে সিঙ্গুর থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল।সেইসঙ্গে তৃণমূল একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে শনিবার থেকেই তোলপাড় রাজনীতি।সোমবার সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা চান।বলেন, ‘অখিল অন্যায় করেছে, আমি পার্টির পক্ষ থেকে ক্ষমা চাইছি।’

একুশের ভোটের আগে ঝাড়গ্রামে যাওয়ার সময়ে শুভেন্দুকে আটকে দিয়েছিল তৃণমূল। শুভেন্দুর পথ আটকে বসেছিলেন বীরবাহা হাঁসদারা।ক্ষোভে ফেটে পড়ে সংবাদমাধ্যমের সামনেই শুভেন্দু সেদিন বলেছিলেন, ‘এই যেগুলা বসে আছে সেগুলো শিশু। এই দেবনাথ হাঁসদা, বীরবাহা এরা সব শিশু।আমার জুতার নীচে থাকে।’

ইতিমধ্যে অখিলের বিরুদ্ধে রাজ্য তো বটেই, অন্য রাজ্যেও এফআইআর দায়ের করেছে বিজেপি।এদিন শুভেন্দুর বিরুদ্ধে পাল্টা এফআইআর করা শুরু করল তৃণমূল।