পুরো পাল্টে ফের রাষ্ট্রদ্রোহ আইন আনতে প্রস্তুতি কেন্দ্রের 

দিল্লি, ৩ মে– সরকারি হিসেবে বলছে পাঁচ বছরে ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু দোষী সাব্যস্ত মাত্র ১২। এমনই অবস্থা দেশে বলবৎ থাকা ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইনের। সেই আইনের খোলনলচে এবার বদলাতে এগোল কেন্দ্র। 

সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মতোই স্থগিত হয়ে থাকা ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইন বদলে আবার চালু করার কথা জানাল কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, ঔপনিবেশিক আমলের রাষ্ট্রদ্রোহ আইনের ধারা এবং সাজার বিধানগুলি পুনর্বিবেচনা করা হচ্ছে।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে পি পারদিওয়ালার বেঞ্চ এই মামলার শুনানি স্থগিত করেছে। তার আগে এই মামলায় কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি শীর্ষ আদালতকে বলেন, ‘‘ভারতীয় দণ্ডবিধির ১২৪ ধারা-সহ রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় থাকা বিভিন্ন ধারাগুলি পরীক্ষা করার কাজ শুরু করেছে কেন্দ্র। সেই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’’

১৮৭০ সালে ব্রিটিশ শাসনকালে এই আইন কার্যকর হয়। সেই সময়ে এটি ব্রিটিশ সরকারের বিরোধীদের ব্যবহার করা হত। যারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করত, তাদের এই আইনে বিচার করা হত। যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, তবে তিনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। রাষ্ট্রদ্রোহ একটি জামিন অযোগ্য অপরাধ। অপরাধের ধরন অনুযায়ী তিন বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া জরিমানার বিধানও রাখা হয়েছে।