• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রকাশ্যে এল এশিয়া কাপের ম্যাচের সময়সূচি।

ভারত:-  সিদ্ধান্ত হয়ে গেল এশিয়া কাপের ম্যাচের সময়সূচি। নতুন সময়সূচি অনুযায়ী, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। সূত্রের খবর, জানা গিয়েছে, এশিয়া কাপের সবকটি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। বাংলাদেশের সময় অনুসারে ম্যাচ গুলি বিকেল ৩.৩০ এবং পাকিস্তানের সময় অনুসারে ম্যাচগুলি দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে।

ভারত:-  সিদ্ধান্ত হয়ে গেল এশিয়া কাপের ম্যাচের সময়সূচি। নতুন সময়সূচি অনুযায়ী, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। সূত্রের খবর, জানা গিয়েছে, এশিয়া কাপের সবকটি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। বাংলাদেশের সময় অনুসারে ম্যাচ গুলি বিকেল ৩.৩০ এবং পাকিস্তানের সময় অনুসারে ম্যাচগুলি দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে। আগামী ৩০ শে অগাস্ট শুরু হবে এশিয়া কাপ। মূলতানে পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে। তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ২ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপের আগে ভারত ও পাকিস্তানের এই ম্যাচ যথেষ্ট গুরত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ১৭ই সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে। মোট চারটি ভেন্যুতে হবে এশিয়া কাপের ম্যাচ। পাকিস্তানের লাহোর, মূলতানে এবং শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বোতে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। এই বছরের এশিয়া কাপে পাকিস্তানে মাত্র ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৯টি ম্যাচ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান এই ছয়দল এশিয়া কাপে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপাল।আর গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত দুই দেশে হচ্ছে এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্ট।