• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হাইকোর্টে পেশ স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন, একাধিক দফায় পঞ্চায়েত নির্বাচনের ইঙ্গিত ?  

কলকাতা, ২৩ জুন – পঞ্চায়েত নির্বাচন এক দফায় নয়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে গেলে কয়েক দফায় পঞ্চায়েত নির্বাচনের আয়োজন করা হোক। ফের নতুন দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনে পৌঁছে যান শুভেন্দু ।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার দাবি, প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতে আদালত নিযুক্ত

কলকাতা, ২৩ জুন – পঞ্চায়েত নির্বাচন এক দফায় নয়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে গেলে কয়েক দফায় পঞ্চায়েত নির্বাচনের আয়োজন করা হোক। ফের নতুন দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনে পৌঁছে যান শুভেন্দু ।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার দাবি, প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতে আদালত নিযুক্ত পর্যবেক্ষকের প্রয়োজন। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনের দফা বাড়ানো হোক। শুভেন্দুর অভিযোগ, বিজ্ঞপ্তি জারির আগে  কমিশন  সর্বদল বৈঠক করেনি। ফলে পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়ে গেছে । তাঁর প্রশ্ন, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন প্রত্যাহারের তথ্য কেন কমিশনের নথিতে  নেই  ?
তাঁর কথায়, “বিরোধীদের মনোনয়নই করতে দেয়নি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেইজন্যেই কি দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন প্রত্যাহারের তথ্য কমিশনের নথিতে নেই?” তাঁর দাবি, সাংবাদিক সম্মেলন করে সমস্ত তথ্য সামনে আনতে হবে কমিশনকে। পাশাপাশি নির্বাচন  সংক্রান্ত সব তথ্য কমিশনের ওয়েবসাইটে যুক্ত করার দাবি জানান তিনি। 
এদিকে শুক্রবার কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের হাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল একটি চিঠি তুলে দেন প্রধান বিচারপতিকে। আদালত সূত্রে খবর, সেই চিঠিতে মনে করানো হয়েছে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের কথা। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে তারা যে বাহিনী দিয়েছিল, ইতিমধ্যেই তার থেকে বেশি বাহিনী বরাদ্দ করা হয়েছে।  ২০১৩ সালে প্রথম দফায় এসেছিল ২০০ কোম্পানি বাহিনী। প্রসঙ্গত, সেবার ৫ দফায় ভোট হয়েছিল। প্রশ্ন উঠছে, তবে কি কোথাও দফা বাড়ানোর ইঙ্গিতের আভাস পাওয়া যাচ্ছে ?
 
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্য রাজনীতিতে নিত্য নতুন মোড়। শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর মামলার শুনানি চলাকালীন মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, আদালতের নির্দেশ থেকে তিনটি বিষয় স্পষ্ট। আদালত সময়কে গুরুত্ব দিয়েছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বলেছে । স্বচ্ছ নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করার পর আরও ৪৮৫ কোম্পানি কবে পাওয়া যাবে জানতে চেয়ে এদিন  চিঠি দিয়েছে কমিশন।
আদালত বাহিনী দিয়ে নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে।  অথচ একবারে এত বাহিনী দেওয়া সম্ভব নয় বলে সরব হয়েছে বিজেপি। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “৮০০ কোম্পানি তো একবারে দেওয়া সম্ভব নয়। কমিশনের আদালতকে জানানো উচিৎ, এক দফায় ভোট করানো সম্ভব নয়। কারণ কোনও কেন্দ্রীয় সরকারই ৮০০ কোম্পানি আধা সামরিক বাহিনী একবারে দিতে পারবে না। কয়েক দফায় ভোট করালে তা সম্ভবপর হতে পারে ।” এই সওয়াল-জবাব থেকেই উঁকি দিচ্ছে প্রশ্ন,  তবে কি কয়েক দফায় নির্বাচনের সম্ভাবনা তৈরী হচ্ছে ?
তবে কমিশন সূত্রে খবর , কত দফায় ভোট করানো হবে তা ঠিক করার দায়িত্ব একমাত্র রাজ্য ভির্বাচন কমিশনের হাতেই রয়েছে। এক্ষেত্রে আদালতও হস্তক্ষেপ করতে পারে না। এই পরিস্থিতিতে আবার নির্বাচনী প্রক্রিয়া নতুন কোন দিকে মোড় নেয় কিনা সেটাই এখন দেখার।