• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ৮৮ বছরের স্বামীর বিরুদ্ধে

কলকাতা, ৩০ অক্টোবর – বৃদ্ধা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হন বৃদ্ধা। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। সোমবার সকালে ঘটনাটি ঘটে কলকাতার কড়েয়া থানার অন্তর্গত তিলজলার শিবতলা লেনে। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর ৪ টে নাগাদ ঘটনাটি ঘটে। অভিযুক্ত বৃদ্ধ মহম্মদ কাসেমের বয়স ৮৮

কলকাতা, ৩০ অক্টোবর – বৃদ্ধা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হন বৃদ্ধা। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। সোমবার সকালে ঘটনাটি ঘটে কলকাতার কড়েয়া থানার অন্তর্গত তিলজলার শিবতলা লেনে। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর ৪ টে নাগাদ ঘটনাটি ঘটে। অভিযুক্ত বৃদ্ধ মহম্মদ কাসেমের বয়স ৮৮ বছর। তিনি ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীর মাথা এবং মুখে একাধিক বার আঘাত করেন বলে অভিযোগ। আক্রান্ত ৬৩ বছর বয়সি বৃদ্ধার নাম জামিলা বেগম। গুরুতর আহত অবস্থায় জামিলা বেগমকে তাঁর ছেলে হাসপাতালে নিয়ে যান। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। তাঁদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। তাই পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।  অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঠিক কী নিয়ে দম্পতির মধ্যে সমস্যা তৈরি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। ধৃতকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।