আবাস যোজনা থেকে বঞ্চিত মানুষদের বিক্ষোভে উত্তপ্ত তেঁতুলিয়া 

 মুর্শিদাবাদ ,২৩ ডিসেম্বর — সরকারের দেওয়া বাড়ি না পাওয়ায় রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। বেশ কিছুদিন ধরেই সরকারের আবাস যোজনায় দুর্নীতি নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের তেঁতুলিয়া ।আর সেই ক্ষোভ উগরে দিলেন গ্রাম পঞ্চায়েতের সামনে। ক্ষোভে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী। পোড়ানো হল টায়ারও । শুক্রবার সকাল থেকেই এলাকায় অশান্তি ছড়ায়।

দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ। গ্রামবাসীদের অবরোধের জেরে মাঝ রাস্তায় আটকে পড়েন অনেকেই। রাস্তায় দাঁড়িয়ে পড়ে পণ্যবাহী ট্রাক ও বাস। পুলিশ ঘটনাস্থলে গিয়েও দুপুর পর্যন্ত অবরোধ ওঠাতে পারেনি।

যারা অবরোধ করেছেন তারা এখনো বাড়ি পাননি।তাদের অভিযোগ গরিব মানুষ বাড়ি পাচ্ছেন না। যাদের পাকা দোতলা বাড়ি রয়েছে তাঁদের নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। বিক্ষোভকারীরা দাবি যাঁদের ঘর নেই, জমি নেই তাঁদের নাম তালিকায় থাকলেও পরবর্তীতে নাম কেটে দেওয়া হয়েছে। উল্টে গ্রামের বিত্তশালীদের নাম রয়েছে ওই তালিকায়। কেন এমন বেনিয়ম হচ্ছে, তার উত্তর বিডিও-র কাছে দাবি করে বিক্ষোভকারীরা।