হায়দরাবাদ, ১৮ জুন – ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শনিবার ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পরেন তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে উপাচার্য দাচেপল্লি রবিন্দরকে। তাঁর বাড়ি এবং অফিসে অভিযান চালিয়ে উপাচার্যকে পাকড়াও করে অ্যান্টি করাপশন ব্যুরো ।
বিশেষ সূত্রে খবর পেয়ে উপাচার্যের বাড়ি এবং অফিসে অভিযান চালান তদন্তকারীরা। হায়দরাবাদের তারনাটাকায় বাড়ি উপাচার্যের। তাঁর বাড়ির আলমারি থেকে ঘুষের টাকা উদ্ধার করে পুলিশ। নিজামাবাদের আরমুর শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন ওই উপাচার্য। ওই শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে উপাচার্য ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ । রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে।